We shared Bangla Gojol lyrics
Shukria Meherban Gojol Lyrics | Mahmud Faysal শুকরিয়া মেহেরবান গজল লিরিক্স
Song: Shukriya Meherban
Lyric: Kabir al Mamun
Tune: S M Moinul Islam
Main Singer: Gazi Anas Rawshan
Cover: Mahmud Faysal
Record: Ekatto Studio
Master Audio: Ahmed Rasel
Graphic: Arafat Mahmud
লিরিক্স:
শুকরান শুকরান আল্লাহ, শুকরান শুকরান
শুকরান শুকরান আল্লাহ, শুকরান শুকরান
আমার চলার প্রতি কদম
প্রতি পদে পদে
তোমার মদদ দিয়ে রাখ
আমায় নিরাপদে
প্রতি দিন তোমার নামে
যায় যে ডাকিয়া।।
শুকরিয়া মেহেরবান
জানাই শুকরিয়া।।
তোমার শানে হোক দিল উজালা
বিপদে আপদে যত মন উতালা
তোমারে নামে হোক সকল জিকির
আলোকিত হয়ে যাক আধার তিমির
তোমার রহমে সব দাও ভরিয়া।
শুকরিয়া মেহেরবান
জানাই শুকরিয়া।।
শুকরান শুকরান আল্লাহ, শুকরান শুকরান
শুকরান শুকরান আল্লাহ, শুকরান শুকরান
আমার আমল হোক দীনের পথে
আমার কালাম হোক কোরান মতে
নবীর চলার মতে জীবন গড়ি
বিপদে আপদে তোমাকে সরি
তোমার রহমে ভর দিল দরিয়া।
শুকরিয়া মেহেরবান
জানাই শুকরিয়া।।
আমার চলার প্রতি কদম
প্রতি পদে পদে
তোমার মদদ দিয়ে রাখ
আমায় নিরাপদে
প্রতি দিন তোমার নামে
যায় যে ডাকিয়া।।
শুকরিয়া মেহেরবান
জানাই শুকরিয়া।।