We shared Bangla Gojol lyrics
রাসুল সাঃ এর অপমানে সাইমুমের প্রতিবাদী গান | Rasuler Opomane lyrics | রাসুলের অপমানে লিরিক্স | Saimum Shilpigosthi
রাসুল সাঃ এর অপমানে সাইমুমের প্রতিবাদী গান | Rasuler Opomane lyrics | রাসুলের অপমানে লিরিক্স | Saimum Shilpigosthi
Rasuler Opomane lyrics | রাসুলের অপমানে লিরিক্স.। Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, islamic Gojol, more Islamic Songs and video on our Youtube channel.
। We provide all Islamic Hamd, Naat, Islamic Nasheed,Bangla Islamic Gojol, islamic Gojol. Some time we singing gojol. If you a writer of gojol hamd, naat You can writ your gojol on our website without any cost and you get a do follow bank link form gojol.org . Our website all of islamic strategy purpose Used.
সুর:
সাইমুম টিম
শিল্পী:
এ কে জিলানী
সাঈদ সুমন
জাহিদুল ইসলাম
ফয়সাল আহমেদ
নিয়ামুল হোসাইন
মাহমুদান নাবিন
গজল লিরিক্স
রাসূলের অপমানে চুপ কেন তুমি
কোথায় আজ বিপ্লবী ঈমানের ভূমি-২
হৃদয়ের ক্যানভাসে উঁচু করো শির
তোলো তাকবির, তোলো তাকবির।
আল্লাহু আকবার তোলো তাকবির। ২
আল্লাহু আকবার তোলো তাকবির ২
ভীতু হয়ে ওরা সব জড়ো হয়ে থাক
আমাদের হুংকারে লুকিয়ে পালাক-২
রাসূলের অপমান সইবো না আর
প্রয়োজনে পৃথিবীটা কাঁপবে আবার-২
আওয়াজ তোল- আজ, আওয়াজ তোলো
ভেঙে দাও জালিমের বাদশাহি নীড়।
তোলো তাকবির, তোলো তাকবির।
আল্লাহু আকবার তোলো তাকবির। ২
আল্লাহু আকবার তোলো তাকবির ২
তোলো তাকবির, তোলো তাকবির।
যখন এ পৃথিবীটা ঘোর অমানিশা
তিনি এসে দিয়েছেন আলোকের দিশা;
আমাদের প্রিয়নবী আমাদের জান
তাঁর তরে সব কিছু দেবো কোরবান।
তোলো তাকবির, তোলো তাকবির।
আল্লাহু আকবার তোলো তাকবির। ২
আল্লাহু আকবার তোলো তাকবির ২
রাসূলের অপমানে কথা বলে আর
এ ধরাতে নব কেউ পাবে নাকো পার-২
জেগে আছি শত-কোটি তাঁর উম্মাত
সইবো না আর কোন ঘাত-প্রতিঘাত-২
আওয়াজ তোলো- আজ, আওয়াজ তোলো
ভেঙে দাও জালিমের বাদশাহি নীড়।
তোলো তাকবির, তোলো তাকবির।
আল্লাহু আকবার তোলো তাকবির। ২
আল্লাহু আকবার তোলো তাকবির ২
রাসূলের অপমানে চুপ কেন তুমি
কোথায় আজ বিপ্লবী ঈমানের ভূমি-
হৃদয়ের ক্যানভাসে উঁচু করো শির
তোলো তাকবির, তোলো তাকবির।
আল্লাহু আকবার তোলো তাকবির। ২
আল্লাহু আকবার তোলো তাকবির ২