Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Klanto Hridoy lyrics ক্লান্ত হৃদয় লিরিক্স Mahfuzul Alam kalarab

2 2,432

Klanto Hridoy lyrics ক্লান্ত হৃদয় লিরিক্স Mahfuzul Alam kalarab

Song: Klanto Hridoy
lyric: Jafar Ahmad Rabi
Tune: Sayed Ahmad

Related Posts
1 of 28

যদি আধারের ঘনঘটা বেড়ে চলে খুভ
যদি কামনার নদী টাতে দিয়ে ফেলি ডুভ
যদি পথ ভুলে, অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর
ক্লান্ত হৃদয়, ঢেলে দিও তবো নূর,
ও প্রভু
ক্লান্ত হৃদয়, ঢেলে দিও তবো নূর

যদি জীবনের ভাঁজে ভাঁজে লালসার কিট করে ভির
যদি অশুভের বাহু বলে, ভয় করি নতো শির (১)
যা কিছু কল্যাণ, দাও প্রভু মোরে তাই
যাতে পরিতা, তারপানা চাই,
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়ে
ঢেলে দিও তবু নূর,
ঢেলে দিও তবু নূর

হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্তের দেখা নাহি পাই
জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ঈমানের বল মনে না -১
আশ্রয় চায় প্রভু, ঠেকে আজাজিল
প্রশান্তি দাও মনের, সুখ অনাবিল
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়
ঢেলে দিও তবু নূর,
ঢেলে দিও তবু নূর

2 Comments
  1. Shakib says

    Assalam Walekum

    1. admin says

      olaukum ascalam. rohomotulah

Leave A Reply

Your email address will not be published.