Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Hothat Jodi Jai Moriya Lyrics. হঠাৎ যদি যায় মরিয়া লিরিক্স Johirul Islam Sani

0 1,723

Hothat Jodi Jai Moriya, Lyrics. হঠাৎ যদি যায় মরিয়া লিরিক্স । Johirul Islam Sani

জনপ্রিয় মরমীয় সংগীত | হঠাৎ যদি যায় মরিয়া | Hothat Jodi Jai Moriya | New Version | Sobvhodhony

We provide all Islamic Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, Islamic Gojol. Sometime we sing Gojol. If you a wrter of Gojol, Hamd, Naat, you can write your gojol in our website without any cost and you get a dofollw bank link from gojol.org. Our website all of Islamic strategy purpose used.

Song : Hothat Jodi Jai Moriya
Singer : Johirul Islam Sani , Fozle Rabbi Ashik , Burhan Ariyan , Mahbubur Rohman
Cast… Shadin Khan , Ashraful Islam , Mainul Islam , Helal Bepari, Firuj Hossain, Nur Muhammad , Robiul Noman , Shahriar Emon, Plabon Hossain, Sagor Ahmad , Masum Billah , Nayeem Hasan & Others
Lyric & Tune: Sobvhodhony
Audio & Video : Tune Make Studio(01959-021017)
Sound Mix : Tanzim Reza ( Tr Romance)
Director: Fozle Rabbi Ashik
Label : Sobvhodhony

In the overall direction : Hafez Mawlana Elias Hossain

যদি যায় মরিয়া

হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,-২
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২

হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,-২
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২

Related Posts
1 of 29

গরম জলে মশাড়ি তলে কাপড় খুলিয়া হো,
’গরম জলে মশাড়ি তলে কাপড় খুলিয়া,
শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়।’-২

তিন টুকড়ো সাদা কাপড় – অন্যরকম সাজ,-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।

মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া হো,
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া,-২
নাকো কানো তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া।
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া,-২
নাকো কানো তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া।

আপন কেহ মুর্ছা যাবে হইয়া হুতাস,-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২

হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।

কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া হো,
’কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া,
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়।’-২
’কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া,
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়।’-২
সাড়ে তিন হাত লম্বা কবর কতই বা আর পাশ,-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২

হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।-২
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।

Leave A Reply

Your email address will not be published.