We shared Bangla Gojol lyrics
আইনুদ্দীন আল আজাদের গজল । Sotto Neyer Senani lyrics । সত্য ন্যায়ের সেনানী । Azad Song
আইনুদ্দীন আল আজাদের গজল । Sotto Neyer Senani lyrics । সত্য ন্যায়ের সেনানী । Azad Song
Holy Tune presents Islamic Song : আইনুদ্দীন আল আজাদের গজল । Sotto Neyer Senani । সত্য ন্যায়ের সেনানী । Azad Song 01 Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, islamic Gojol, more Islamic Songs and video on our Youtube channel. Don’t forget to subscribe “Holy Tune”
Song : Sotto Neyer Senani
Singer : Omar Abdullah, Elias Amin, Abir Hasan & Emranul Farhan
Lyric : Kobi Ruhul Amin Khan
Tune : Aynuddin Al Azad Rh.
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Tawhid Jamil
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুধা করেছি পান।।।
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুধা করেছি পান।।
জায়নামাজকে কিশতি বানিয়ে উত্তাল সুরমা হয়েছি পার।।
সেই নাদে আজও জালালাবাদের
নারাঙ্গিবন কম্পমান।।
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুধা করেছি পান।।
ষাটগম্বুজ আজো ঘোষে সেই গৌরব, গাথা দিনও রাত ।।
সবার হৃদয় করিয়াছি জয় ।।
ঠাকুর দিঘির ঘাটে আজও গাহে
কুমীরের দল খাঞ্জাহান।।
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুধা করেছি পান।।
বাঁশের কেল্লা গড়েছি আমরা ভয় করিনিকো তোপ- কামান
শির দিছি তবু দিইনি আমামা, প্রান দিছি তবু দিইনি মান ।।
শত্রু মুক্ত করিতে ওয়াতন
অকাতরে খুন করিয়াছি দান
এই শির নত করিনি কোথাও
উচ্চ রেখেছি জয়ও- নিশান।।
সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বির মুসলমান
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুধা করেছি পান।।
===============সমাপ্ত=================
শরীয়তপুরে আজও বনে সেই জালিমের সাথে জিহাদী সুর
নিযুত অরির উদ্ধত শির
ধূলায় মিটাল যে মহান বির
হেথায় ঘুমায় সে কামিল পীর
‘মুস্তান গড়ে’ শা’ সুলতান।।-