Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Somoyke Joy Koro lyrics সময়কে জয় কর পাবে লক্ষের

0 613

Somoyke Joy Koro lyrics সময়কে জয় কর পাবে লক্ষের

Song : Somoyke Joy Koro
Lyric, Tune & Singer : Imtiaz Masrur
Record Label : Holy Tune Studio
Video Director : Faruk Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

বন্ধু যেন সময়ের মাঝে,লক্ষ সংগপন
সময় কে জয় কর পাবে লক্ষের দর্শন
বন্ধু যেন সময়ের মাঝে,লক্ষ সংগপন ১
সময় কে জয় কর পাবে লক্ষের দর্শন ১
বন্ধু যেন সময়ের মাঝে,লক্ষ সংগপন ১
সময় কে জয় কর পাবে লক্ষের দর্শন ১

অবিরত ছুটে যায় সময় পিছু ফিরে নাহি চায়
সময়ের অপচয় জীবনের পরাজয়
মিছে অলশে বসে থাকা নয়
শুভ বুদ্ধির হোকনা উদয়
কর্ম ধ্যানে সময়ের সধা কর হে সধা কর মুল্যায়ন
সময় কে জয় কর পাবে লক্ষের দর্শন -১

Related Posts
1 of 30

“অলস আবেশে বৃথা বসে যারা ভাবছে ভবিষৎ
ভেবে ভেবে হয় সময়ের ক্ষয় মেলেনা, কোন সুপথ” ১
সবারি বাসনা সুখী সুন্দর জীবনের নীড় গড়া।
কর্ম বীমুখ জন হোখ সেই সুখ হয় হাত ছাড়া
এভাবেই হয় দুঃখের জয়
প্রানে প্রানে জাগে অভাবের ভয়
উদাশ খেয়ালে শেষ পরিনতি বিশাদ ময় জীবন
সময় কে জয় কর পাবে লক্ষের দর্শন -১

ধরণী যাদের গাইছে আজও অমরকীর্তি গাঁথা,
যাদের প্রেরণা লক্ষ জীবনে এনে দেয় সফলতা ।
ধরণী যাদের গাইছে আজও অমরকীর্তি গাঁথা
যাদের প্রেরণা লক্ষ জীবনে এনে দেয় সফলতা
জীবনের মানে বোঝো যদি করো লক্ষ্য নির্ধারণ
“সাধনায় মাত বিদ্যার্জনে অথবা কর্ম শ্রম” ১
অলস বাধন করহে সেদধন
সময়ের কাজে হয়ওরে মগন
জীবনে ভাগ্যে জুটবে তবে সুখের সিংহাসন
সময়কে জয় করো পাবে লোক্ষের দর্শন-১

বন্ধু যেন সময়ের মাঝে লক্ষ্য সঙ্গোপন
সময়কে জয় কর পাবে লক্ষ্যের দর্শন
অবিরত ছুটে যায় সময় পিছু ফিরে নাহি চায়
সময়ের অপচয় জীবনের পরাজয়
মিছে অলশে বসে থাকা নয়
শুভ বুদ্ধির হোকনা উদয়
কর্ম ধ্যানে সময়ের সধা কর হে সধা কর মুল্যায়ন
সময় কে জয় কর পাবে লক্ষের দর্শন -১

Leave A Reply

Your email address will not be published.