Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Se amar ma Adorini Ma lyrics । সে আমার মা আদরিনী মা লিরিক্স | Ma Song সাইমুম | Saimum

0 812

Se amar ma Adorini Ma lyrics। সে আমার মা আদরিনী মা লিরিক্স | Ma Song সাইমুম | Saimum

এখন আর কেউ বলেনা
ভোর হলো জেগে ওঠো
এখন আর কেউ বলেনা
ঘুমিয়ে কেন থাক-১
‘স্নেহ ভালবাসা দিয়ে
আর তো জড়ায়না’-১
সে আমার মা আদরিনী মা
সে আমার মা স্নেহময়ী মা
মা—-মা—-মা—আমার মা-১

একটু ব্যথা পেলে
আমি খেলার ছলে
মনে পড়ে বুক ভাসাতে
দুই নয়নের জলে -১
‘স্মৃতিগুলো মনে পড়ে
ঘুমতো আসেনা’-১
সে আমার মা আদরিনী মা
সে আমার মা স্নেহময়ী মা
মা—-মা—-মা—আমার মা-১

Related Posts
1 of 30

কষ্ট দিয়েছি মা
আমি তোমায় কত
আদরের চাদরে তাও
আগলে রাখতে শত-১
‘নিমিষেই ভুলে যেতে
সকল বেদনা’-১
সে আমার মা,আদরিনী মা
সে আমার মা স্নেহময়ী মা

এখন আর কেউ বলেনা
ভোর হলো জেগে ওঠো
এখন আর কেউ বলেনা
ঘুমিয়ে কেন থাক
‘স্নেহ ভালবাসা দিয়ে
আর তো জড়ায়না’-১
সে আমার মা আদরিনী মা
সে আমার মা স্নেহময়ী মা

সে আমার মা আদরিনী মা
সে আমার মা স্নেহময়ী মা

Song: Adorini ma
Lyric and Singer: A K Jilani
Audio: Heaven Tune studio
Audio composer: Salaman Sadik Asif
GFX: Faisal Ahmed, Nazmul Islam
LABEL: SAIMUM SHILPIGOSTHI

Leave A Reply

Your email address will not be published.