Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

একুশের গান | রক্তমাখা বর্ণমালা | Rokto makha borrno mala | EKUSHE FEBUARY SONG | ভাষার গান সাইমুম |2022

0 471

রক্তমাখা বর্ণমালা
কথা: হেলাল আনওয়ার
সুর: গোলাম মাওলা
পরিবেশনায়: শিশু বিভাগ,সাইমুম
————————————-
******** লিরিক্স ********
আমার দেশে
ফাগুন আসে রক্ত রাঙা
ফুলের বেশে
সেই ফাগুনের, আগুন বুকে
কাঁদে আমার মা
রক্ত মাখা বর্ণ মালা
‘ভুলতে পারে না-১

এই ফাগুনে ফোটে যখন শাখাভরা ফুল
মায়ের ভাষায় স্বপ্ন আশায় খুশিতে মশগুল-১

আমি তখন চেয়ে দেখি
জলে ভরা মায়ের আঁখি-১

শিমুল জবা রক্ত চূড়া
কি সব ছলনা
রক্ত মাখা বর্ণ মালা
‘ভুলতে পারে না-১

কোমল হাতে শীতল প্রাতে তুলি দুটি হাত
বর্ণমালা আনলো যারা দাও প্রভূ নাজাত-১

Related Posts
1 of 30

যারা দিলো মুখের ভাষা
দিলো প্রাণে স্বপ্ন আশা-১

রাখো সুখে ঐ পারেতে
করি কামনা

রক্ত মাখা বর্ণ মালা
‘ভুলতে পারে না-১

‘ভুলতে পারে না-১

Leave A Reply

Your email address will not be published.