Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

ও আল্লাহ লিরিক্স || O Allah By Hassan Arib || স্বপ্নসিঁড়ি || New Islamic Song By Tune Hut

0 1,697

ও আল্লাহ লিরিক্স || O Allah By Hassan Arib || স্বপ্নসিঁড়ি || New Islamic Song By Tune Hut

&;

Related Posts
1 of 29

মনের ওই ভাঁজে ভাঁজে সকাল দুপুর সাঝে
প্রভু তোমার নাম লিখে যাই।
হৃদয়ের আঙ্গিনায় ভাবনার আল্পনায়
প্রভু তোমার রঙ মেখে যাই-১
তুমি ছাড়া দিশেহারা এই প্রাণ বাঁচে না,
তুমি হীনা,হৃদয় বীণায় আর সুর বাজে না।
ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ –১

সিজদায় করে মাথা নত,
তোমারি নাম জপি কতশত,
“ঝরিয়ে দু’চোখের জল,
পেতে তোমার দিদার”-১।
রহম ও ছায়ায়, প্রেম ওম মায়ায়
ঢেকে দাও অন্তর।
ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ –১

যে দিকে দু’চোখ যায় তাকাই
তোমার নিয়ামত শুধু যে পাই-১
“আধোছায়া আধো আলো,
সব লাগে ভালো”
সাঝের বেলা, হই উতলা,
তোমার কথা ভেবে —
ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ –১

Leave A Reply

Your email address will not be published.