Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

সাইমুমের প্রতিষ্ঠাতা সদস্য জীবন্ত শহীদ তাফাজ্জল হোসাইন খানের নতুন গান | Naya Provat | নয়া প্রভাত

0 1,952

নয়া প্রভাত | Noya Provat
কথা, সুর ও শিল্পীঃ তাফাজ্জল হোসাইন খান
————————————-
******** লিরিক্স ********

কতো কষ্টে যায় যে দিন
কি যে ব্যথা আসে রাত
এরই মাঝে, স্বপ্ন বুনি
আসবে নয়া প্রভাত-১

প্রতিদিন খুন আর গুমের খবর
পাইনা হদিস কোই লাশের কবর-১

দিন যায় রাত যায় কতো যে অপেক্ষায়-১
আসে না তো হায় কোন সংবাদ।

কতো কষ্টে যায় যে দিন
কি যে ব্যথা আসে রাত
এরই মাঝে, স্বপ্ন বুনি
আসবে নয়া প্রভাত

Related Posts
1 of 30

নির্ঘুম রাত কাটে কতো জননীর
মেহেদীর রং মুছে যায় বধুয়ার
নিষ্পাপ শিশু খুঁজে সোহাগ বাবার-১

বিচারের বাণী নীরবে কাঁদে
পাপের ভারে খোদার আরশ কাঁপে-১

মজলুম জনতার সীমাহীন কান্নায়-১

বিধাতার আঘাত জানি আসে নির্ঘাত

কতো কষ্টে যায় যে দিন
কি যে ব্যথা আসে রাত
এরই মাঝে, স্বপ্ন বুনি
আসবে নয়া প্রভাত

Leave A Reply

Your email address will not be published.