Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Nao kore provu lyrics । Foriad islamic song । Husain Adnan kalarab

0 1,079

Nao kore provu lyrics । Foriad islamic song । Husain Adnan kalarab

কে আছে এধরাতে তুমি ছাড়া
তোমাকে ছাড়া আমি সবি হারা- ১
তোমাকে খুজে ফিরি, তোমারি প্রেমে পড়ি
তোমারে জপি আমি দিবা রাত
তোমারি ভালোবাসা যোগাতে মনও আসা
তব দ্বারে পাতি তুটি হাত

নাও করে প্রভু মাকবুল
ক্ষমা করে দিয়ে সব ভুল-১

প্রেমেরি দ্বার টেনে তোমারি স্বামপানে
ভিরাও তব মহনায়
‘আল্লাহু আল্লাহু আল্লাহু-১
তুমি থাকো মর ভাবনায়’-১

আমি যে সোজা পথ আছি ভুলে
তোমারি প্রেম ডরে নাও তোলে-১
তোমারি পথ ধরে যেতে চাই ওপাড়ে
এই আমারি শুধু ফরিয়াদ
তোমাকে চাই কাছে, সব কথাও কাজে
এই আমার প্রভু মোনাজাত।

Related Posts
1 of 30

নাও করে প্রভু মাকবুল
ক্ষমা করে দিয়ে সব ভুল-১

প্রেমেরি দ্বার টেনে তোমারি স্বামপানে
ভিরাও তব মহনায়
‘আল্লাহু আল্লাহু আল্লাহু-১
তুমি থাকো মর ভাবনায়’-১

আমি যে বড় পাপি এধারায়
ক্ষমা কর তুমি এই আমায়-১
হিসাব চাও যদি, ছোখ হবে নদী
কান্না ভেসে যাবে মহনায়
চাইনা বিচার আমি ওগো অন্তর জামি
চাই রহম শুধু দয়াময়

নাও করে প্রভু মাকবুল
ক্ষমা করে দিয়ে সব ভুল-১

প্রেমেরি দ্বার টেনে তোমারি স্বামপানে
ভিরাও তব মহনায়
‘আল্লাহু আল্লাহু আল্লাহু-১
তুমি থাকো মর ভাবনায়’-১

Leave A Reply

Your email address will not be published.