We shared Bangla Gojol lyrics
Nabiyul Ambia lyrics | নাবিয়্যুল আম্বিয়া লিরিক্স | Husain Adnan & Shafin Ahmad | Tarana 2022
Nabiyul Ambia | নাবিয়্যুল আম্বিয়া | Husain Adnan & Shafin Ahmad | Tarana 2022
Song : Nabiyul Ambia
Singer : Husain Adnan & Shafin Ahmad
Lyric : jubayer Sifat
Tune : H Ahmad
Record Label : Tarana Records
Sound Design : Shehzaad
Director : H Al Haadi
GFX : Abu Taher
Nabiyul Ambia | নাবিয়্যুল আম্বিয়া লিরিক্স
মনে মনে প্রতিক্ষনে, তোমার নামের বসবাস
তুমি বিনে মোর ধ্যানে, শুন্য দেখো এ আকাশ- ২
তুমি ছাড়া হতো না যে আকাশ জমিন
কি ভাবে শুধী বলো তোমার এ ঋণ
আমি ব্যাকূল হয়ে, রিদয় দিয়ে পাঠাই দরুদ হাদিয়া
নাবিয়্যুল আম্বিয়া, রাসুল আল হেদায়া, নাবিয়্যুল আম্বিয়া
নাবিয়্যুল আম্বিয়া, রাসুল আল হেদায়া, নাবিয়্যুল আম্বিয়া
আজো কাদে প্রেম বাধে তোমায়, ঘিরে প্রতিটি মমিন
কবে যে তোমায় পাবে সে আসায় বুক বাদে যে রঙ্গিন
তুমি ছাড়া কেউ নেই সুপারি স্বিকারে
বল প্রিয়ো তুমি ছাড়া কে তারাবে তরি
“তাই ব্যাকূল হয়ে এই রিদয় ঘরে”-২
তোমায় রেখেছি বান্ধিয়া
নাবিয়্যুল আম্বিয়া, রাসুল আল হেদায়া, নাবিয়্যুল আম্বিয়া
নাবিয়্যুল আম্বিয়া, রাসুল আল হেদায়া, নাবিয়্যুল আম্বিয়া
এই ভবে ফের কবে আসবে বলো তারাতে আঁধার
তাই সবে কলরবে মেতেছে ধরা খুশিতে আবার
তুমিহিন পৃথিবিতে কভু নেই সুখ
চারিদিকে মানুষের অজানা অসুক
“তাই ব্যাথিত হয়ে শত দুঃখ সয়ে”-২
নীরবে যাই গো কান্দিয়া
নাবিয়্যুল আম্বিয়া, রাসুল আল হেদায়া, নাবিয়্যুল আম্বিয়া
নাবিয়্যুল আম্বিয়া, রাসুল আল হেদায়া, নাবিয়্যুল আম্বিয়া