We shared Bangla Gojol lyrics
Mumin Hridoye Chad Utheche lyrics রমজান রমজান এসেছে আবার রমজান। ইসলামিক সংগীত। Gojol Vandar
Mumin Hridoye Chad Utheche lyrics রমজান রমজান এসেছে আবার রমজান। ইসলামিক সংগীত। Gojol Vandar
Holy Tune presents Ramadan Islamic Gojol : রমজানের নতুন গজল 2021 | Mumin Hridoye Chad Utheche | Sayed Ahmad | Muhammad Badruzzaman | Abu Ryahan | Ramadan New Song. Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, islamic Gojol, more Islamic Songs and video on our Youtube channel. Don’t forget to subscribe “Holy Tune”
Song: Mumin Hridoye Chad Utheche
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman and Abu Rayhan
Lyric: Tanvir Aziz Sakib
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Music Direction, Mix And Master : Tanzim Reja
Recordist: Mahfuzul Alam, Abir Hasan & Asad Uzzaman
রমজানুল …মোবারক…
আ… আ…আ…
ও……ও……ও……-১
চাঁদ ওঠেছে, চাঁদ ওঠেছে
মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে
“মমিন হৃদয়ে চাঁদ ওঠেছে
হয়েছে আলোয়েয় রঙিন
কুর-আন নাজীলের মাস এসেছে,
এসেছে শান্তির দিন”-১
“আমল বাড়াবে সবে,
ঈমান সতেজ হবে।”-১
রহম দিবেন রহমান…
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
“সারাটা বছর করেছি বিফল
দেখেনি কুর-আন মাসজিদ
হুকুম না মেনে ভাবি হয়েছি স্বফল
ছাড়িনি অমান্যের গীদ”-১
আজ পিছন ভুলিয়ে সবে
ক্ষমা নিতে হবে
পিছন ভুলিয়ে সবে
ক্ষমা নিতে হবে
নাজাত দিবেন রহমান
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমাদন… রমাদন…
রমাদন… রমাদন…
“গুনাহে জীবন করেছি আঁধার
হয়েছি খুভি গাফিল
আলোহিন পথে শোফে দিয়েছি আমার
হারিয়ে যাওয়ার এই দিন”-১
আজ জীবন রাঙিয়ে তুলে
নূরের দুয়ার খুলে
জীবন রাঙিয়ে তুলে
নূরের দুয়ার খুলে
ক্ষমা দিবেন রহমান
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১
রমজান রমজান,
“এসেছে আবার রমজান”-১