Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

শিশুদের কণ্ঠে শিক্ষানীয় নাতে রাসুল | মুহাম্মাদের সা. দল | Mohammader dol lyrics | Tariha | Nate Rasul

0 980

গানঃ মুহাম্মাদের দল Mohammader dol lyrics
কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ রবিউল ইসলাম ফয়সাল
শিল্পীঃ তহেরা জাহান তাফরিহা
পরিবেশনায়: শিশু বিভাগ,সাইমুম
————————————-
******** লিরিক্স ********

মোহাম্মদের দল ঢুকেছে
বুড়ির মনে ভয়
মক্কা ছেড়ে পালায় বুড়ি
কখন কি যে হয়-১

যুবক বলে ও বুড়ি মা
কোথায় তুমি যাও
তোমার কাঁধের বোঝাটুকু
আমার কাঁধে দাও-১

ভালোই হলো বুড়ি এবার
শক্তি পেলো পায়
জীবন বাঁচার তাগিদে সে
রুদ্ধশ্বাসে ধায়
চলো বাবা জলদি চলো-১
জেরার সময় নয়

যুবক যে সেই মরুর দুলাল
বুড়ি কী আর জানে?
যার ভয়ে সে, পালিয়ে যায়
সেই বোঝা তার টানে!

Related Posts
1 of 30

পৌঁছে দিয়ে যুবক বলে
এবার আমি যাই-১

বুড়ি বলে তুমি কে বাপ
জানতে শুধু চাই

মোহাম্মদের নাম শুনেছো কি-১
আমি হলাম সেই-১

আজকে আমার কারোর প্রতি
কোনোই বিরাগ নেই

কথা শুনে ভাঙলো
বুড়ির সন্দেহ সংশয়-১

Leave A Reply

Your email address will not be published.