Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

রবের নিকট হৃদয়স্পর্শী প্রার্থনা | ইস্তেগফার | map kore dao lyrics ISTIGFAR | SAIMUM NEW SONG | সাইমুম শিল্পীগোষ্ঠী

0 636

Map kore dao lyrics
ইস্তেগফার | ISTIGFAR
কথা ও সুরঃ আব্দুস সালাম
পরিবেশনায়: সংগীত বিভাগ,সাইমুম
————————————-
******** লিরিক্স ********
সুবহানাকা আল্লাহুমা
রব্বানা ওয়াবি হামদিকা
আল্লাহুম্মাগফিরলি-১

তোমার পবিত্রতা ঘোষণা করছি
তোমার প্রশংসার গুণগান করছি-১

হে আমার রব-১

তোমার করুণা বলে
রহমের শুধা ঢেলে
আমাকে ক্ষমা করে দাও

মাফ করে দাও-১
মাফ করে দাও-১

প্রতিদিন প্রতিক্ষণ তোমার অবাধ্য
হই আমি যেন বুঝে না বুঝে
তবুও তোমার রহম করমে
লালন পালন করো আমাকে-১

তোমার তুলনা শুধু তুমি রহমান
কে আছে তোমার মতো এমন মহান,
অবাধ্য বান্দাকে সুপথ দেখাও

হে আমার রব-১

তোমার করুণা বলে
রহমের শুধা ঢেলে
আমাকে ক্ষমা করে দাও

Related Posts
1 of 30

মাফ করে দাও-১
মাফ করে দাও-১

জ্ঞান গরিমা দিলে, দিলে কত সম্মান
না চাহিতে দিলে কত নেয়ামাত
তবুও তোমার শোকর না করে
ডুবে আছি পাপাচারে দিবারাত-১

তবুও তোমার দয়া পাই অফুরান
আলো বায়ু রিজিক করে যাও দান

দান করো অকাতরে যে যা চাহে সব

হে আমার রব-১

তোমার করুণা বলে
রহমের শুধা ঢেলে
আমাকে ক্ষমা করে দাও

মাফ করে দাও-১
মাফ করে দাও-১

মাফ করে দাও-১
মাফ করে দাও-১

Leave A Reply

Your email address will not be published.