Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Dim curi hoy lyrics ডিম চুরি হয় লিরিক্স Sayed Ahmad Kalarab চোরদের বিরুদ্ধে সময়ের সেরা গজল

0 1,007

Dim curi hoy lyrics ডিম চুরি হয় লিরিক্স Sayed Ahmad Kalarab চোরদের বিরুদ্ধে সময়ের সেরা গজল published Kolorob channel. kolorob is one of the most popular Islamic channel in bangladesh. This channel have many video content. Majority video content is popular. It have many islamic scloar singer for singing. Thanks for you visit this islamic song with https://gojol.org

Song : Chor (চোর)
Singer : Sayed Ahmad
Lyric : Nuruzzaman Firoj
Tune : Sayed Ahmad
Record Label : Holy Tune Studio
Mix-Master : Tanjim Reza
Video Director : Abu Bakar Siddik

ডিম চুরি হয়, সিম চুরি হয, রান্না ঘরের ভীম চুরি হয়-১
ঔষধি গাছ নিম চুরি হয়, কাগজ গোটা ঋণ চুরি হয়-১
আর চুরি হয় তোমার আমার কাব্য কথার থিম, কাব্য কথার থিম
এসব দেখে আমরা মানুষ খাচ্ছি রে হিমশিম-১
চুরিতে যার নেইতো জুরি, তার যে কত বাহাদুরি- ১
অন্তরে তার মিস্ত্রি ছুরি, হাইরে প্রমাণ আছে ভুরি ভুরি।
শব্দ চুরি ব্যাক্য চুরি, কোর্ট কাচারীর সাক্ষ্য চুরি- ১
হচ্ছে চুরি স্বপ্ন দেখার চোর,
চোরের দেশে ভালোর বেসে,
ঘুরে বেড়াই মুচকি হেসে,
সাধু বাবার লোক,
হাইরে সাধু বাবার লোক
হাইরে সাধু বাবার লোক
তাই আমজনতার বুকের ভেতর রক্তক্ষরণ সোখ ।
আমজনতার বুকের ভেতর রক্তক্ষরণ সোখ ।
আমজনতার বুকের ভেতর রক্তক্ষরণ সোখ ।

Related Posts
1 of 30

হচ্ছে দেশের পুকুরচুরি, মাঝে মাঝে কুকুর চুরি।
হচ্ছে দেশের পুকুরচুরি, মাঝে মাঝে কুকুর চুরি।
খবর মিডিয়ার ।
চোর ঠেকাতে ব্যাস্ত দেশের পুলিশ বিডিআর
আকাম-কুকাম যতই করো চোরের মায়ের গলাই বড়।
আকাম-কুকাম যতই করো চোরের মায়ের গলাই বড়।
দেখায় তারা নানা রকম খেলা,
দেখায় তারা নানা রকম খেলা ।
এমনি করে যায় চলে যায় বেলা
আমরা মানুষ তাদের ফানুস,
চোখ মুখ কান সব বন্ধ করে।
দেখি শুধু চোরেরি খেলা ।

চলছে চোরের ছল চাতুরি, হাইরে চোরের পিছে আমরাই ঘুরি
চলছে চোরের ছল চাতুরি, চোরের পিছে আমরাই ঘুরি
চোরের কথায় ন্যতৃ ঊড়ি, নিজেই নেজের কবর খুড়ি ।
চোর গুলোকে ধরতে হবে, জেলের ভিতর ভরতে হবে – ১
লাগলে সবার লড়তে হবে, দেশকে আবার গড়তে হবে
নয় হবে সব শেষ
চোর মুক্ত বাংলাদেশ, স্বপ্ন সকাল উঠবে হেসে – ১
আসবে পরিবেশ,
আসবে পরিবেশ দেশের আসবে পরিবেশ,
আসবে পরিবেশ সুখের, আসবে পরিবেশ।
আসবে পরিবেশ সুখের, আসবে পরিবেশ।

Leave A Reply

Your email address will not be published.