Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

Moajener gane pakhir kohutane মুয়াজ্জিনের গানে পাখির কুহুতানে

0 618

 

গান: বাংলা মায়ের মুখ
কথা ও সুর: শিকদার বাসীর
শিল্পী: মুহিব্বুল্লাহ আল-মুক্তাদির, শাহজালাল, রেদওয়ান মাহমুদ, মুজাহিদ বিন বাশার, শামুসুর রহমান, শহিদুল ইসলাম
রেকর্ড লেবেল: সওতুন রেকর্ড’স
সাউন্ড ডিজাইন: ফোরকান ফাহিম
মিউজিক ডিরেকশন: রায়হান ফারুক
ভিডিও নির্মাতা: ফারুক তাহির
পোষ্টার ডিজাইন: মাহমুদুল হাসান
প্রোডাকশন: কলতান

 

মুয়াজ্জিনের গানে  গানের লিরিক

মুয়াজ্জিনের গানে
পাখির কুহুতানে
ঘুম ভাঙা ইবাদতে আহা! কী যে সুখ
কৃষকের হালচাষ
আলের দুর্বাঘাস
পূবের উঠোনে হাসে সোনালি ময়ূখ…-2
এই শস্য-শ্যামল আমার… বাংলা মায়ের মুখ…
স্নিগ্ধ রুপসী আমার… বাংলা মায়ের মুখ…।

মাঝিরা কাজরি গায়
বাদাম উরিয়ে বা’য়
শুভ্র কাশের ঢেউ নদীর দু’ধার
শিল্পী, কবি, গুণী
বর্ণমালায় বুনি
দেশপ্রেম অকৃপণ, খাঁটি, উদার (২)
লাল-সবুজেই, লেপটে আছে আমার সুখদুখ..।

স্নিগ্ধ রুপসী আমার… বাংলা মায়ের মুখ…।

Related Posts
1 of 29

এই শস্য-শ্যামল আমার… বাংলা মায়ের মুখ…
স্নিগ্ধ রুপসী আমার… বাংলা মায়ের মুখ…।

ষড়ঋতুর খেলা
ইন্দ্রধনুর মেলা
রিনিঝিনি বৃষ্টি জুরায় নয়ন
জন্মে তোমার কোলে
ধন্য তোমার বোলে
তোমার মাটিতে হোক সোনার শয়ন (২)
তোমাতে প্রশন্তির মৃত্যু পেতে উৎসুক…।

স্নিগ্ধ রুপসী আমার… বাংলা মায়ের মুখ…।

এই শস্য-শ্যামল আমার… বাংলা মায়ের মুখ…
স্নিগ্ধ রুপসী আমার… বাংলা মায়ের মুখ…।

মুয়াজ্জিনের গানে
পাখির কুহুতানে
ঘুম ভাঙা ইবাদতে আহা! কী যে সুখ
কৃষকের হালচাষ
আলের দুর্বাঘাস
পূবের উঠোনে হাসে সোনালি ময়ূখ…-2
এই শস্য-শ্যামল আমার… বাংলা মায়ের মুখ…
স্নিগ্ধ রুপসী আমার… বাংলা মায়ের মুখ…।

Leave A Reply

Your email address will not be published.