Bangla Islamic Hamd, Nasheed and Gojol lyrics Website.

kothay tumi aj lyrics। কখনও কি ভেবে দেখেছো কোথায় তুমি আজ লিরিক্স

0 841

kothay tumi aj lyrics। কখনও কি ভেবে দেখেছো কোথায় তুমি আজ লিরিক্স

Song: Kothay Tumi Aj
Singer: Muhammad Badruzzaman
Lyric: Muhammad Belal Hosain
Tune: Muhammad Badruzzaman
Associate Voice: Mahfuzul Alam & Tawhid Jamil
Sound Design: Holy Tune Team

কখনও কি ভেবে দেখেছো কোথায় তুমি আজ,
কোথায় তোমার ঈমানি শক্তি কোথায় তোমার রাজ (২)
কোথায় গেলো রক্তে রাঙ্গানো সেই শহীদের মাঠ
কোথায় গেলো মুসলমানের একতার সেই হাত
কখনও কি ভেবে দেখেছো কোথায় তুমি আজ,
কোথায় তোমার ঈমানি শক্তি কোথায় তোমার রাজ (২)
.
যার জীবন ছিলো পাক কোরআন আর হাতিয়ার ঈমান
সারা বিশ্ব কাপতো আর জিহাদের ময়দান
.
এখন তো আর দেখিনা সেই আলী আর উসমান (রাঃ)
সারা বিশ্বে নির্জাতিত লাখো মুসলমান (২)
বড় কষ্ট লাগে দেখে তোমার একি হাল
কেন তুমি থমকে দাড়ালে কেন বেশামাল (২)
কোথায় তোমার ঈমান (৪)
.
তুমি ছিলে গর্জে ওঠা বীর সেই সৈনিক
জিহাদের ময়দানে যার বিজয় চারিদিক (২)
তুমি মুসলিম,তুমি নবীন,তুমি বিশ্বখ্যাত বীর
রাসুলের (সাঃ) আদর্শে যার আদর্শিত শীর
.
তাই এখন সময় ঘুরে দাড়াবার লও সেই হাতিয়ার
ঈমানী শক্তি জাগ্রত করে দাও সেই হুংকার(২)
কোথায় তোমার ঈমান (৩)
Related Posts
1 of 29
Leave A Reply

Your email address will not be published.